২৪ ও ২৫ জুলাই, ছায়ানট মিলনায়তন, ঢাকা

ভরত নাট্যম উৎসব ‘রঙ্গপ্রবেশ ২০১৫’


ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী ভরতনাট্যম উৎসব ‘রঙ্গপ্রবেশ ২০১৫’। ২৪ ও ২৫ জুলাই সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিতব্য এই আয়োজনের প্রথম দিনে অংশ নিচ্ছেন সাংস্কৃতিক সংগঠন ‘কল্পতরু’র আটজন শিক্ষার্থী ও তাঁদের গুরু অমিত চৌধুরী। প্রথম দিনে শিক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছেন রানী মৃধা, শাম্মী আখতার, জুয়ায়রা মৌলি, আনিষ্ঠা খান, শুদ্ধ এস দাস, তাহসিন সাবা তুর্সি, পারিসা ওমর এবং অভ্য খান। উৎসবের দ্বিতীয় দিন অতিথি নৃত্যশিল্পী অর্থি আহমেদ নৃত্য পরিবেশন করবেন।

নাচের সঙ্গে কর্ণাটকি সংগীতায়োজনে থাকছেন কলকাতার শিল্পীবৃন্দ। ভারত থেকে আসা কর্নাটকী সংগীতের শিল্পীবৃন্দ উৎসবের ২য় দিন সংগীত পরিবেশন করবেন যা উৎসবের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে। উৎসবটি সকলের সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


উল্লেখ্য, ২০০৮ সালে শুদ্ধ ভরতনাট্যম প্রশিক্ষন, চর্চা ও প্রচারের লক্ষ্যে যাত্রা শুরু করে কল্পতরু। অধ্যক্ষ লুবনা মারিয়ামের দিক নির্দশনায় এবং অমিত চৌধুরীর প্রশিক্ষণে শিক্ষার্থীরা এখানে উচ্চাঙ্গ নৃত্যকে গভীরভাবে জানার এবং চর্চা করার সুযোগ পাচ্ছেন।


সাতদিন/এমজেড

২৪ জুলাই ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >