একশনধর্মী চলচ্চিত্র
অগ্নী টু
পরিচালনা: ইফতেখার চৌধুরী
অভিনয়: মাহিয়া মাহি, ওম, আশীষ বিদ্যার্থী
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অগ্নী’র স্যাকুয়েল ‘অগ্নী ২’। জাজ মাল্টিমিডিয়া এবং এস কে মুভিজ এর যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যৌথভাবে ইফতেখার চৌধুরী এবং হিমাংশু ধানুকা। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, ওম, আশীষ বিদ্যার্থী, অমিত হাসান, শিমুল খান’সহ আরও অনেকে।
প্রদর্শনীর সূচি:
শ্যামলী- দুপুর ১২:০০, ২:৪০, বিকাল ৫:৩০ ও রাত ৮:০০
যোগাযোগ:
শ্যামলী
ফোন নাম্বার: (02) 911-77-44
ই-মেইল- shyamolicinema@gmail.com
সাতদিন/এমজেড