কিশোর উপন্যাস অবোলম্বনে
অমি ও আইসক্রিম’অলা
রচনা: ফরিদুর রেজা সাগর
পরিচালনা: সুমন ধর
অভিনয়: তারিক আনাম খান, আবুল হায়াত, নয়ন
শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্পে প্রথম নির্মিত চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিম’অলা। চলচ্চিত্রটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার, মিছিল, খান আসিফুর রহমান আগুন প্রমুখ।
বনের মাঝে এক বিরাণ বাড়িতে এসে উপস্থিত হয় নটরডম কলেজের মেধাবী ছাত্র অমি। সেখানে পরিচয় হয় এক রহস্যময় আইসক্রিম’অলার সাথে। তার সাথে কথপোকথনে বেরিয়ে আসে অনেক মজার মজার গল্প। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্র “অমি ও আইসক্রিম’অলা”।
প্রদর্শনীর সূচি:
ব্লকবাস্টার- দুপুর ১২:৩০
যোগাযোগ:
ফোন নাম্বার: ৮৪১৩৭৬৮, ৮৪১৩৭৬৬, ০১৯১৩৩৯৯০১৫, ০১৯১৩৩৯৮০৫১, ০১৯১৩৩৯৮৯০৫
ই-মেইল: customercare@blockbusterbd.com
সাতদিন/এমজেড