গ্রাম বাংলার গল্প নিয়ে
নদীজন
চিত্রনাট্য ও পরিচালনা: শাহনেওয়াজ কাকলী
অভিনয়: তমা মির্জা, নিরব, প্রাণ রায়, মামুনুর রশীদ
শেখ জহিরুল হকের কাহিনী এবং শাহনেওয়াজ কাকলীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নদীজন’। অভিনয়ে রয়েছেন তমা মির্জা, প্রাণ রায়, মামুনুর রশীদ, শর্মীমালা, সাগর, নিরব, শফিক মনা, রিফাত চৌধুরী, বিপ্লব প্রসাদ, মামুন চৌধুরী রিপন, শেখ মহিউদ্দিন প্রমুখ।
ছায়া’র স্বামী নিখোঁজ হবার পর ছোটভাই ছোটন আর সে নদীর পারের একটি গ্রামের নিজ ভিটাতে জীবন অতিবাহিত করতে থাকে। বাবা শাহ্ আলম মূলত বাউল গায়াক হলেও এক সময় সংসারের প্রয়োজনে নৌকার ব্যবসা চালু করে। তবে তা তিনি নিজে বেশিদিন ধরে রাখেননি। সব ভার কন্যা ছায়ার উপর ছেড়ে দিয়ে মাঝে মাঝেই দীর্ঘ সময়ের জন্য নিরুদ্দেশ হয়ে যান। গ্রামে তার অতি আপনজন বলতে বাবার বন্ধু ডাক্তার চাচা । একদিন ঘটনাক্রমে নদীর কুলে আইনুদ্দিনকে অচেতন অবস্থায় অবিষ্কার করে ছায়া ও ছোটন। দুই ভাইবোন মিলে আইনুদ্দিনকে নিয়ে তোলে নিজেদের বাড়িতে। ডাক্তার চাচার পরামর্শ অনুযায়ী সেবা করে সুস্থ করে তোলে তারা দুই ভাইবোন আইনুদ্দিনকে। আইনুদ্দিনকে ঘিরে আবর্তিত হয় চলচ্চিত্রের পরবর্তী অংশ।
প্রদর্শনীর সূচি:
ব্লকবাস্টার- বিকাল ৫:৩০
যোগাযোগ:
ফোন নাম্বার: ৮৪১৩৭৬৮, ৮৪১৩৭৬৬, ০১৯১৩৩৯৯০১৫, ০১৯১৩৩৯৮০৫১, ০১৯১৩৩৯৮৯০৫
ই-মেইল: customercare@blockbusterbd.com
সাতদিন/এমজেড