সকাল ১০টা ২০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি চিত্রনায়ক ফারুক
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা জাহান
৭০ ও ৮০’র দশকে বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো অভিনেতা ফারুকের আসল নাম আকবর হোসেন পাঠান। চিত্রনায়ক ফারুকের শৈশব-কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরানো ঢাকায়। তাঁর প্রথম ছবি এইচ আকবর পরিচালিত ‘জলছবি’। এই ছবিতে তিনি বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরীর বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করেন। সারেং বউ, সুজন সখী, সাহেব, ফুলেশ্বরী সহ অনেক নামকরা সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান উজ্জ্বল করেছিলেন এক সময়ের রুপালী পর্দার এই জনপ্রিয় অভিনেতা। ফারুকের আরেকটি পরিচয় হল তিনি একজন মুক্তিযোদ্ধা।
ফারুক আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হয়ে। পলাশ মাহবুবের প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন শান্তা জাহান।
সাতদিন/এমজেড