রাত ৯টা, ২৪ জুলাই, এসএটিভি

এ সপ্তাহের নাটক

প্রমিলা ক্রিকেট কোচিং

রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান রানা
অভিনয়: সজল, সুমাইয়া সীমু, হাসান ইমাম


ক্রিকেটার হওয়ার আশায় দূর-দূরান্ত থেকে আসা একদল তরুনীর মধ্যে সব চাইতে চৌকশ ক্রিকেটার রোকসানার মনোযোগ ছুটে আসার বলের পরিবর্তে এক যুবকের দিকে ধাবিত হচ্ছে। যুবকের নাম নবীন। সে তাদের ইংরেজী ও ক্রিকেট শেখায়। নবীনের জন্য রোকসানার ক্রিকেট ক্রিজের চাইতে মাঠের সবুজ ঘাস বেশী ভাল লাগছে, ফ্লাড লাইটের চাইতে চাঁদের আলো। সে নবীনকে তাড়ানোর বুদ্ধি করে তবে হৃদয় কি বুদ্ধির ধার ধারে! শেষে কি হয় সেটাই এখন দেখার অপেক্ষায়।

সাতদিন/এমজেড

২৪ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›