বিকাল ৩টা, ২৪ জুলাই, চ্যানেল নাইন

টেলিফিল্ম: লেটস গো

রচনা ও পরিচালনা করেছেন: ফসাল রাজিব
অভিনয়: আহামেদ রুবেল, স্পর্শিয়া, তানিয়া আমিন, মাশিয়া


নাটকের শুরুতেই একটা আধুনিক অফিস কনফারেন্স রুমে দুটি ছেলে তিনটি মেয়েকে বসে থাকতে দেখা যায়। ২০ থেকে ২২ এর মধ্যে প্রত্যেকের বয়স। মাঝবয়েসী এক ভদ্রলোক একটু ব্যাস্ততার সঙ্গেই কনফারেন্স রুমে আসেন। তার সংক্ষিপ্ত ব্রীফিংস অনেকটা এরকম ...

আমার বাবা যিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তরুণ বয়সে তার সাহিত্য সংস্কৃতির প্রতি একটু ঝোক ছিলো। ব্যবসা শুরু করার পর অন্য কোন দিকে আর মনযোগ দিতে পারেননি। ব্যবসাটাকে শূণ্য থেকে কোথায় নিয়ে এসেছেন আপনারা দেখতেই পাচ্ছেন। স্বল্পকালীন যে প্রজেক্টটাতে আপনাদের নিয়োগ দেয়া হয়েছে অফিসিয়াল ডেকোরামের ভেতরে থেকেও সেটি আসলে আমাদের চেয়ারম্যানের একটা ব্যাক্তিগত প্রজেক্ট। চার মাসের এই প্রজেক্টটাতে আপনারা আমাদের চেয়ারমেনের সঙ্গে একটা বাংলো বাড়িতে থাকবেন।

একটা নির্দিষ্ট গন্ডির ভেতরে পূর্ণ স্বাধীনতা নিয়ে নিজেদের মতোই থাকবেন। আমাদের চেয়ারম্যান আপনাদের স্টাডি করবেন। উনার হঠাৎ করেই ধারণা হয়েছে, বর্তমান তরুণ প্রজন্মকে উনি ঠিক বুঝতে পারেন না। কাজেই উনি আপনাদের বুঝতে চান। এবার যদি আপনাদের কারো আপত্তি না থাকে একটা সম্মতি পত্রে সাইন করতে হবে। আগামীকালই আপনাদের ঢাকার বাইরে যেতে হবে।

২৪ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›