দুপুর ২টা ৩৫ মি, ২৫ জুলাই, এনটিভি
টেলিফিল্ম: গন্তব্য
রচনা: বদরুল আনাম সৌদ
পরিচালনা: আরিফ খান
অভিনয়: সূবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ
এনটিভিতে প্রচারিত হবে টেলিফিল্ম ‘গন্তব্য’। ‘সুখী দম্পতি শিহাব ও রিমিকে ঘিরে আবর্তিত হয় টেলিফিল্মটির গল্প। আপাত দৃষ্টিতে তারা সুখী হলেও দু’জনেরই দ্বিতীয় বিয়ে এটি। দু’জনকে দুই রকম অভিজ্ঞতা নিয়ে প্রথম সম্পর্কের ইতি টানতে হয়েছিল। শিহাবের প্রথম স্ত্রীর নাম রাবু। অনন্যা নামে তাদের একটি মেয়ে আছে। সদ্য বিয়ে হওয়া অনন্যা স্বামী অঞ্জনসহ অস্ট্রেলিয়ায় থাকে। দেশে ফিরে অনন্যা তার বাবার বর্তমান স্ত্রী রিমিকে একটা ভয়ঙ্কর তথ্য দেয়, যা তাদের সবার জীবনকে এলোমেলো করে দেয়।
বদরুল আনাম সৌদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন- সূবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, মনির প্রমূখ।
সাতদিন/এমজেড