সন্ধ্যা ৭টা, ২৬ জুলাই, শিল্পকলা একাডেমি, ঢাকা

রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’র মঞ্চায়ন

পরিবেশনায়: প্রাঙ্গণেমোর


ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ মিলনায়তনে ২৬ জুলাই সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ‘রক্তকরবী’। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক-সাংকেতিক নাটক। অনেকের মতে এটি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক। নাটকের ঘটনাবলী যক্ষপুরী নামক স্থানে সংঘটিত হতে দেখা যায়। যক্ষপুরীর রাজাকে লোকে মকররাজ নামে ডাকে। রাজা সাধারনত মানুষের সামনে আসেন না। রাজমহলের বাইরের দেওয়ালের একটি জানালা দিয়ে তিনি লোকের সাথে কথাবার্তা বলে থাকেন।

নাটকে আরও দেখা যায় যক্ষপুরীর প্রজারা বেশিরভাগই দরিদ্র খেটে খাওয়া মানুষ। কিন্তু তারা কেউ ভয়ে রাজার কাছে নিজেদের অভাব অভিযোগের কথা বলতে পারে না। এমন পরিস্থিতিতে আবির্ভাব ঘটে নন্দিনী নামের এক নারীর। নন্দিনী এই দেশের অদ্ভুত নিয়ম কানুন দেখে আশ্চর্য হয়। সে রাজার সাথে কথা বলতে চায়। নাটকের শেষে দেখা যায় নন্দিনী তার ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে সবার মন জয় করে এবং যক্ষপুরীতে ঘটে যায় বৈপ্লবিক পরিবর্তন।

প্রবাসী পত্রিকার আশ্বিন, ১৩৩০ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশ ইংরেজি ১৯২৬ সালে। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমান, পলাশ, জসিম, সরোয়ার সৈকত, সাগর, রিগ্যান, সুমী, শুভেচ্ছা, মনির, শুভ, সুজয়, চৈতী, সোহাগ।

সাতদিন/এমজেড

২৬ জুলাই ২০১৫

প্রদর্শনী

 >  Last ›