সকাল ১০টা ২০ মি, ২৬ জুলাই, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি
সৈয়দ হাসান ইমাম
উপস্থাপনা: শান্তা জাহান
প্রযোজনা: পলাশ মাহবুব
আবৃত্তিকার ও অভিনেতা সৈয়দ হাসান ইমাম চলচ্চিত্র জগতে পা রাখেন ১৯৬০ সালে। মঞ্চেও অভিনয় করেছেন নিয়মিত। ১৯৬১ সালে রবীন্দ্রজন্ম শতবর্ষের কেন্দ্রীয় উৎসবে ডামা সার্কেল প্রযোজিত তাসের দেশ, রাজা ও রানী এবং রক্তকরবী নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন । ছোটপর্দায় তাঁর অভিষেক হয় ১৯৬৪ সালে। সৈয়দ হাসান ইমাম ‘একুশে পদক’সহ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। তিনি আসছেন বৈশাখী টেলিভিশনে সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এ।
১৯৩৫ সালের ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব সফল সংগঠক ও অভিনেতা সৈয়দ হাসান ইমাম। হাসান ইমাম মাত্র দুই বছর বয়সে তাঁর বাবাকে হারান। পরবর্তীতে তাঁর পরিবার তৎকালীন পূর্বপাকিস্তানে চলে আসে।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড