রাত ৯টা ৫০ মি, ২৬ জুলাই, আরটিভি
ধ্রুপদী কাহিনী’র অতিথি
সংগীতশিল্পী মেহরিন
উপস্থাপনা ও পরিচালনা: শান্তা ইসলাম
আরটিভির নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘ধ্রুপদী কাহিনী’র এবারের পর্বের অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী মেহরিন। মেহরিন দীর্ঘ দিন ধরে পপ ও রক ঘরানার গান গেয়ে আসছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ২০০০ সালে ‘আনাড়ি’ গানটি প্রকাশের পর মেহরিন আলোচনায় উঠে আসেন। তারপর একে একে প্রকাশিত হয় ‘আনাড়ি’, ‘দেখা হবে’, ‘মনে পড়ে তোমায়’, ‘ভালোবাসার গান’, ‘ডোন্ট ফরগেট মি’ এবং ‘তুমি আছো বলে’ অ্যালবামগুলো।
শান্তা ইসলামের পরিচালনা ও উপস্থাপনায় ‘ধ্রুপদী কাহিনী’ অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার রাত ৯টা ৫০ মিনিটে।
সাতদিন/এমজেড