রাত ১১টা, এসএটিভি
সানিয়া সুলতানা লিজা’র উপস্থাপনায়
ইনসাইড টিউন
প্রযোজনা: বিপুল সরকার
এই অনুষ্ঠানটিকে ৩টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। ১ম সেগমেন্টে জনপ্রিয় যে কোন নতুন/পুরাতন একটি ব্যান্ড এর প্রোফাইল তুলে ধরা হয়। আউটডোর শুটিং এর মাধ্যমে ঐ ব্যান্ডের প্র্যাকটিস প্যাডের রেকর্ডিং দেখানো হয়। এরপর যেকোন একটি ইন্টারন্যাশনাল এভারগ্রীন সং ঐ ব্যান্ডের সদস্যরা দর্শকদের জন্য গেয়ে উৎসর্গ করেন।
২য় সেগমেন্টে থাকছে প্রকাশিতব্য নতুন কোন গানের অ্যালবাম নিয়ে প্রতিবেদন।
৩য় সেগমেন্টে এক বা একাধিক জনপ্রিয় সঙ্গীতশিল্পী’র সাথে আড্ডা দেওয়া হয়ে থাকে। অনুষ্ঠানের শেষের দিকে সাম্প্রতিকভাবে বাংলাদেশের তৈরি মিউজিক ভিডিও দেখানো হয়। বিপুল সরকার এর প্রযোজনায় মিউজিক্যাল আড্ডার এই অনুষ্ঠানটি এসএ টিভিতে প্রচারিত হয় প্রতি রবিবার রাত ১১টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সানিয়া সুলতানা লিজা।
সাতদিন/এমজেড