রাত ৯টা ১৫ মি, ২৬ জুলাই, জিটিভি

আনন্দ ভ্রমণ-এর বিষয়

পানাম সিটি

উপস্থাপনা: মিম
প্রযোজনা: এইচ এম রাজন


গাজি টেলিভিশনের ভ্রমণ বিষয়ক নিয়মিত অনুষ্ঠান আনন্দ ভ্রমণ। অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় বাংলাদেশের বিভিন্ন টুরিস্ট স্পট ও ঐতিহ্যবাহী স্থান। অনুষ্ঠানটির এবারের পর্বে থাকছে সোনার গাঁও-এর পানাম সিটি নিয়ে প্রতিবেদন।

সোনার গাঁও ছিল বাংলার বিখ্যাত ১২ ভুঁইয়ার একজন ঈশা খাঁ’র রাজধানী। ঐতিহাসিক এই স্থানে অবস্থিত প্রত্নতাত্বিক নিদর্শন পানাম সিটি। এই নগরী একসময় ছিল জাঁক জমকে ভারা। বর্তমানে এটি অতীতের স্মৃতি নিয়ে জীর্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। শত শত বছরের অনাদর আর অবহেলার চিহ্ন গায়ে মেখে দাঁড়িয়ে আছে ধ্বংসাবশেষগুলো। সোনালী অতীতের স্বাক্ষী এসব অট্টালিকা এখনও নজর কাড়ে সৌন্দর্য পিপাসু মানুষের।

সাতদিন/এমজেড

২৬ জুলাই ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›