বিকাল ৩টা ৫ মি, ২৭ জুলাই, চ্যানেল আই

বাংলায় ডাব করা ইংরেজি সিনেমা

দ্য রানিং ম্যান

পরিচালনা: পল মাইক্যাল গ্ল্যাসার
অভিনয়: আর্নল্ড শোয়ার্জনেগার, মারিয়া কনচিতা আলনসো, জেসে ভেচুরা


২০১৯ সালের প্রেক্ষাপটে বৈজ্ঞানিক কল্পকাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দ্য রানিং ম্যান’। সিনেমায় দেখা যায় আমেরিকায় এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে যেখানে মানুষের প্রিয় টিভি শো হলো ‘দ্য রানিং ম্যান’। এটি একটি রিয়্যালিটি শো যাতে বন্দী অপরাধিদেরকে ছেড়ে দেওয়া হয় আর তাদেরকে মারার জন্য নিয়োগ করা হয় পেশাদার খুনী। মর্মান্তিক মৃত্যু থেকে বাঁচার জন্য তারা ছুটতে থাকে আর সেই দৃশ্য ধারণ করে টেলিভিশনে প্রচার করা হয়।

দুর্ভাগ্য বশত জেলে বন্দী হওয়া বেন রিচার্ডকেও একদিন এই খেলায় নামতে হয়। তাকে মারার জন্য নিয়োগ করা হয় ড্যামন কিলিয়ান নামের এক ঘাতককে। বেন মৃত্যুর হাত থেকে বাঁচতে ছুটতে থাকে আর সংঘর্ষ হয়ে উঠে অনিবার্য।

সাতদিন/এমজেড

২৭ জুলাই ২০১৫

মুভি

 >  Last ›