বিকাল ৪টা ৩০ মি, ২৭ জুলাই, এসএ টিভি

অন্তরে মম’র এবারের ব্যাক্তিত্ব

সৈয়দ হাসান ইমাম

প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজক: জহির উদ্দিন রবিন


বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিত্বদের এসএ টেলিভিশনের প্রতিবেদনমূলক আনুষ্ঠান ‘অন্তরে মম’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন বরেণ্য ব্যক্তির জীবন ও কীর্তি তুলে ধরা হয়। এ ছাড়া থাকে সেই ব্যক্তির সংক্ষিপ্ত সাক্ষাৎকার। অনুষ্ঠানটির এবারের পর্বের ব্যক্তিত্ব বিখ্যাত অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

১৯৩৫ সালের ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব সফল সংগঠক ও অভিনেতা সৈয়দ হাসান ইমাম। হাসান ইমাম মাত্র দুই বছর বয়সে তাঁর বাবাকে হারান। পরবর্তীতে তাঁর পরিবার তৎকালীন পূর্বপাকিস্তানে চলে আসে।

আবৃত্তিকার ও অভিনেতা সৈয়দ হাসান ইমাম চলচ্চিত্র জগতে পা রাখেন ১৯৬০ সালে। মঞ্চেও অভিনয় করেছেন নিয়মিত। ১৯৬১ সালে রবীন্দ্রজন্ম শতবর্ষের কেন্দ্রীয় উৎসবে ডামা সার্কেল প্রযোজিত তাসের দেশ, রাজা ও রানী এবং রক্তকরবী নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন । ছোটপর্দায় তাঁর অভিষেক হয় ১৯৬৪ সালে। সৈয়দ হাসান ইমাম ‘একুশে পদক’সহ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা।

সাতদিন/এমজেড

২৭ জুলাই ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›