সন্ধ্যা ৬টা ৩০ মি, ২৮ জুলাই, বেঙ্গল শিল্পালয়, ঢাকা
বুলবুল ইসলাম ও শ্রেয়সী রায়ের গান নিয়ে প্রাণের খেলা
বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি-৪২, রোড-১৬) নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও গানের আসরের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২৮ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রবীন্দ্রসংগীতের আসর বসছে বেঙ্গল শিল্পালয়ে। এতে সংগীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলাম এবং শ্রেয়সী রায়। আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বর্তমান সময়ে বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীতের গুনী শিল্পীদের একজন বুলবুল ইসলাম। সিরাজগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী বাবু কাঞ্চুরাম অধিকারীর কাছে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা লাভ করেন। খুব অল্প বয়সেই তিনি সুধারাম গুহ এবং রাজেন্দ্রনাথ কুমারের তত্বাবধানে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা শুরু করেন। ১৯৮১ সালে ঢাকায় এসে তিনি ছায়ানটে ভর্তি হন। তিনি ওয়াহিদুল হকের কাছে দির্ঘদিন সঙ্গীতের তালিম নিয়েছেন। বর্তমানে তিনি ভারত ও বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।
অপরদিকে শ্রেয়সী রায়-এর সংগীত চর্চা শুরু পরিবার থেকে। মায়ের হাত ধরে বিপুল ভট্টাচার্যের কাছে তাঁর সংগীত শিক্ষা শুরু হয় ৭/৮ বছর বয়সে। তাঁর পিতা অজিত রায় সর্বজন শ্রদ্ধেয় সংগীতজ্ঞ এবং শিল্পী। ১৯৯৫ সালে শ্রেয়সী সরকারি বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে যান।
সাতদিন/এমজেড