সন্ধ্যা ৬টা ৩০ মি, ২৯ জুলাই, একুশে টিভি
তথ্যচিত্রের অনুষ্ঠান
ওয়ার্ল্ড স্টোরিস
এবারের প্রতিবেদনে: মৌরিতানিয়া, মেক্সিকো, রাশিয়া, অস্ট্রেলিয়া ও ইয়েমেন
স্টোরিস প্রযোজক: সাখাওয়াৎ লিটন
উপস্থাপনা: তাসমিয়া তারিন
‘ওয়ার্ল্ড স্টোরিস’ একটি পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ম্যাগাজিন। এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্তের আকর্ষণীয় বিভিন্ন বিষয় দর্শকদের সামনে নিয়ে আসে। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।
আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলের দেশ মৌরিতানিয়ায়। গ্যাসের দাম বৃদ্ধির ফলে মৌরিতানিয়ার গাড়ি মালিকরা পড়েছেন চরম বিপাকে। স্থানীয় ক্যাব ড্রাইভাররা জ্বালানী ব্যয় বহন করতে পারছেন না। এসব সমস্যা থেকে বাঁচার জন্য স্থানীয়রা ফিরে গেছেন পুরোনো অবস্থায়। আল আন-এর প্রতিবেদক নাবিল আল আউদি জানাচ্ছেন বিস্তারিত।
মেক্সিকান শহর পুরিসিমা ডেল রিনকন-এর ইস্টার উৎসবের কেন্দ্রবিন্দু হলেন জুডাস। হাজার হাজার মানুষ বার্ষিক ইস্টার-প্যারেড উপলক্ষে রাস্তায় নেমে আসেন জুডাস, তার সহযোগী মালকাস্ এবং শয়তানের মুখোশে সজ্জিত হয়ে। ওয়ানাখ ওয়াটো টেলিভিশনের প্রতিবেদক স্টেফেনিয়া নেভারেট জানাচ্ছেন এই রীতিবিরুদ্ধ ঐতিহ্যবাহী ইস্টার উৎসব সম্পর্কে।
রাশিয়ার সেরডল্ভস্ক জেলার ছোট্ট গ্রামে সেন্ট নিকোলাই চার্চ-প্রায় দুইশ বছরের পুরোনো। ফলে এর সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে পড়েছে। এখানকার পুরোহিত যখন এর সৌন্দর্য পুনঃপ্রতিষ্ঠার কথা ভাবছিলেন সেসময় তাঁর মাথায় মাদকাসক্তদের নিয়ে কাজ করার চিন্তা এলো। আরটি টেলিভিশনের প্রতিবেদক রানিয়া দ্রিডি জানাচ্ছেন বিস্তারিত।
অস্ট্রেলিয়ায় কম্পিউটার প্রযুক্তিবিদদের মাধ্যমে ক্রিপটো পার্টি নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ধরনের পার্টিতে সাধারনত ইন্টারনেট ব্যবহারকারীরা তথ্য প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারেন। এসবিএস টেলিভিশনের প্রতিবেদক অ্যান্ডি পার্ক জানাচ্ছেন বিস্তারিত। আরব বিশ্বের দরিদ্রতম দেশ ইয়েমেন। বেশ কিছু সাহসী ও উচ্চাকাঙ্খী নারী রক্ষণশীল সমাজের প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ জানিয়ে কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। আল-আন টেলিভিশনের প্রতিবেদক নাবিল আল ইউসুফী জানাচ্ছেন তাদের এগিয়ে যাবার কথা।
সাতদিন/এমজেড