রাত ৮টা ৪৫মি, চ্যানেল নাইন
ক্লোজ আপ ফিউশন লাউঞ্জ
পরিচালক: তানভীর খান
ফিউশনধর্মী গান নিয়ে চ্যানেল নাইনের আয়োজন ‘ক্লোজ আপ ফিউশন লাউঞ্জ’। অনুষ্ঠানটির প্রতি পর্বে গান গেয়েছেন তরুণ প্রজন্মের এক বা একাধিক জনপ্রিয় শিল্পী। নির্বাচিত বাংলা চলচ্চিত্রের গান এবং আধুনিক বাংলা গান নিয়ে সাজানো হয়েছে আনুষ্ঠানটি। গানগুলোর গায়কী ঠিক রেখে নতুন আমেজে উপস্থাপন করা হবে। অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে।
সাতদিন/এমজেড