সন্ধ্যা ৬টা, দেশটিভি
শিশুতোষ অনুষ্ঠান
কল্পলোকের গল্পকথা
প্রযোজনা: সুমনা সিদ্দিকী
দেশ টিভিতে শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন কল্পলোকের গল্পকথা। এর অধিকাংশ জুড়ে থাকে দেশী বিদেশী রূপকথা। কখনো শিশুদের মুখে কখনো বড়দের। তার সাথে মাঝে মাঝে সঙ্গতিপূর্ণ অভিনয়। এছাড়া ছোটদের উপযোগী মানসম্মত নাটিকা, কবিতা, ছড়া। ছবির মতো করে সাজানো একটা সেটে, নানা রঙের আলো আঁধারিতে, লাইভ মিউজিকের মায়ায় গল্পকথার কল্পলোক সত্যিই সৃষ্টি হয় সকল বয়সী দর্শকমনে। দেখতে দেখতে আমি ফিরে পাই আমার হারানো শৈশব। আর মুগ্ধ বিস্ময়ে দেখি, কাব্য-কথার চোখে রূপকথার শব্দজাল পেরিয়ে অন্য কোন কল্পলোকের গল্পকথার ঝিকিমিকি। সুমনা সিদ্দিকীর প্রযোজনায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয়।
সাতদিন/এমজেড