সকাল ১০টা ২০ মি, ২৮ জুলাই, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি জুয়েল মোর্শেদ
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা জাহান
বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার আনুষ্ঠান আলাপ-এর এবারের পর্বের অতিথি সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। মূলত শব্দ পরিসঞ্চালনার জন্য পরিচিত তিনি। তবে পাশাপাশি তিনি একজন কন্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার। পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড