সকাল ১০টা ২০ মি, ২৯ জুলাই, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি
চিত্রনায়িকা কেয়া
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা জাহান
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়িকা কেয়া। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে তিনি জানাবেন তাঁর জীবনের নানা স্মৃতিময় ঘটনার কথা, বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার।
সতদিন/এমজেড