২৭ জুলাই থেকে ৫ আগস্ট, আঁলিয়স ফ্রঁসেস, ঢাকা

হারুন অর রশীদ-এর চিত্রপ্রদর্শনী

কালচিত্রের বাহাস


২৭ জুলাই সন্ধ্যা ৬টায় ঢাকা ধানমণ্ডিতে অবস্থিত আঁলিয়স ফ্রঁসেস-এর ক্যাফে-লা-ভেরান্দায় উদ্বোধন করা হয় মো: হারুন অর রশীদ টুটুল-এর প্রথম একক চিত্র প্রদর্শনী। ‘কালচিত্রের বাহাস শীর্ষক এই চিত্রপ্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর ২৫টি শিল্পকর্ম। প্রদর্শনীটি আগামী ৫ আগস্ট পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। সপ্তাহের সোমবার থেকে বৃহষ্পতিবার প্রদর্শনীটি বিকাল ৩টা থেকে রাত ৮টা খোলা থাকবে। শুক্র ও শনিবার প্রদর্শনীটি সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। রবিবার প্রদর্শনী বন্ধ থাকবে।

শিল্পী মো: হারুন অর রশীদ টুটুল জয়পুরহাট জেলায় ১৯৭৬ সালে জম্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে বি.এফ.এ ও এম.এফ.এ শেষ করে একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি অনেক দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেলেও ‘কালচিত্রেরবাহাস’ তাঁর প্রথম একক চিত্রপ্রদর্শনী। শিল্পী টুটুল তাঁর আবেগের তীব্রতায় সমাজের চারপাশের মানুষ, পরিস্থিতি ও বাস্তবতা, শহুরেজীবন, শহুরেগল্প, টুকরো টুকরো সময়, টুকরো টুকরো স্বপ্নতুলির ছোঁয়ায় কখনো স্পষ্ট আবার কখনো অস্পস্ট ভাবে ফুটিয়ে তুলেছেন।

সাতদিন/এমজেড

২৯ জুলাই ২০১৫

প্রদর্শনী

 >  Last ›