রাত ৯টা ২০ মি, ২৯ জুলাই, মাছরাঙা টিভি
অপর্ণা ঘোষের উপস্থাপনায়
রূপ কথা’র অতিথি
অভিনেত্রী শম্পা হাসনাইন
প্রযোজনা: ফয়েজ রেজা
প্রাকৃতিক ও ভেষজ উপাদানে সৌন্দর্য চর্চার অনুষ্ঠান ‘স্যান্ডালিনা রূপ কথা’। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শম্পা হাসনাইন। নবীন প্রজন্মের চিত্রনায়িকা শম্পা মিডিয়া জগতে নজর কাড়েন এনটিভির ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে। এই প্রতিযোগিতা চলাকালীন 'মাটির পিঞ্জিরা' ছবির মাধ্যমে শম্পার রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
‘রূপ কথা’ অনুষ্ঠানের উপস্থাপিকা জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের সাথে কথপোকথনে শম্পা জানাচ্ছেন তাঁর সৌন্দর্য চর্চার কথা। ফয়েজ রেজার প্রযোজনায় ‘রূপ কথা’ অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি বুধবার রাত ৯টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড