বিকাল ৪টা ২০মি, ২৯ জুলাই, এটিএন বাংলা
মিউজিক উইথ অর্ণব এন্ড ফ্রেন্ডস
উপস্থাপনা: মারিয়া নুর
পরিচালনা: রুমানা আফরোজ
ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন, প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক না খেলেও একটি ছেলের মাথায় ঠিকই ঘুরপাক খেতো। মেধাবী সেই ছেলেটির নাম অর্ণব। পুরো নাম শায়ান চৌধুরী। গানের কথার কাব্যময়তা এবং হৃদয়গ্রাহী মেলোডি।
অনুষ্ঠানে রয়েছে অর্ণব ও তাঁর দলের আলাপচারিতা, স্মৃতিকথা এবং গান। অনুষ্ঠানে অর্ণব ও তার দল গেয়েছেন তোমার জন্য, তোর জন্য, হারিয়ে গিয়েছি, রাস্তায়, ভালবাসা তারপর, সে যে বসে আছে একা একা এবং সৃজন ছন্দে নজরুল সংগীত। অনুষ্ঠানের আলাপচারিতায় উঠে এসেছে বিশ্বভারতী ক্যাম্পাসে বেড়ে ওঠা অর্ণবের জীবন, গান সহ অন্যন্য বিষয়গুলো। মারিয়া নুর এর উপস্থাপনা এবং রুমানা আফরোজ এর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায়। উল্লেখ্য, অনুষ্ঠানটি গতবছর ঈদ উল ফিতরের সময় প্রথম প্রচারিত হয়েছিল।
সাতদিন/এমজেড