বিকেল ৩টা ৫ মি, ২৯ জুলাই, চ্যানেল আই

লাক্স মাঝদুপুরের টেলিছবি

অষ্টাদশ

রচনা: রিজওয়ান খান
পরিচালনা: আশিস রায়
অভিনয়: শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, মিথিলা


চ্যানেল আইতে ২৯ জুলাই বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে লাক্স মাঝদুপুরের টেলিছবি ‘অষ্টাদশ’। নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান এবং পরিচালনা করেছেন আশিস রায়। অভিনয়ে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, লুৎফর রহমান জর্জ, মিথিলা প্রমুখ।

২৯ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›