রাত ৯টা ৪০, চ্যানেল আই
আলোচনা ও সংবাদ বিশ্লেষণ নিয়ে
বিবিসি প্রবাহ
সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসি বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিবিসি প্রবাহ’। অনুষ্ঠানটি চ্যানেল আই’তে নিয়মিত সম্প্রচারিত হচ্ছে। বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণমূলক সংবাদ, সাক্ষাৎকার ও বিতর্ক নিয়েই ২৫ মিনিটের এই অনুষ্ঠান।
এ ছাড়াও অনুষ্ঠানে থাকছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিবিসির সংবাদদাতা ও সাংবাদিকদের পাঠানো আন্তর্জাতিক সংবাদ ও অর্থনৈতিক খবরাখবর। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং টুইটারে বিবিসি বাংলার অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অংশগ্রহণেরও সুযোগ থাকবে এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হয় চ্যানেল আই’তে।
সাতদিন/এমজেড