সকাল ৯টা, ২ আগস্ট, এসএ টিভি

তরুণদের অংশগ্রহণে আলোচনা

ইয়ুথ ভয়েজ

উপস্থাপনা: মনিকা চৌধুরী
বিষয়: তথ্য প্রযুক্তির ভাল দিক গুলোর প্রভাব আমাদের তারুণ্যের কতটা আছে?
অতিথি: প্রফেসর বলরাম রায়, প্রফেসর ড. এটি এম শফিকুল ইসলাম, নাদিম আহমেদ নয়ন, প্রফেসর মোহাম্মদ সফর আলী, মোহাম্মদ আল মাসুদ
প্রযোজক: বিকাশ সরকার


তরুণরা একটি দেশেরে মূল চালকিাশক্তি। ‘ইয়ুথ ভয়েজ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে দেশের বভিন্নি বশ্বিবদ্যিালয়রে ছাত্র-শিক্ষক, অভভিাবক ও বিভিন্ন স্তরের তারকারা। সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মুক্ত আলোচনার এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিকল্পনায় জিনাত জেরিন আলতাফ এবং প্রযোজনা করেছেন বিকাশ সরকার।

এসএ টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এটি পুনঃপ্রচার করা হয় রবিবার সকাল ৯টায়।

সাতদিন/এমজেড

২ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›