সন্ধ্যা ৭ টা ৫০ মি, ৩০ জুলাই, মাছরাঙা টিভি
টেলিফিল্ম: জার্মোফোবিকম্যান
রচনা ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ
অভিনয়: অপূর্ব, শখ, মুনিরা মিঠু
মা আর ছোট ভাইকে নিয়ে অপুর সংসার। সে মেধাবী, ভালো চাকরী করে, কিন্তু তার প্রচন্ড সূচীবাই সমস্যা। যেটা সে নিজে বুঝতে পারে না কিন্তু তাকে নিয়ে পরিবার খুব বিরক্ত। মা জোর করে অপুর বিয়ে দেয় এই ভেবে যে হয়ত বিয়ের পর তার এসব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু বিয়ের পরও তার কোনো পরিবর্তন নেই। বরং নিজের পক্ষে হাজারটা যুক্তি দেখিয়ে এড়িয়ে যায় সে। বৌয়ের গায়ে হাত তুলতেও দ্বিধা করেনা। একসময় তার যন্ত্রনায় অতীষ্ঠ হয়ে বৌও তাকে ছেড়ে চলে যায়। এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘জার্মোফোবিকম্যান’।
মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, শখ, মুনিরা মিঠু প্রমুখ। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
সাতদিন/এমজেড