৩০ জুলাই থেকে ৩ আগস্ট, সকাল ৯টা ৩০ মি, জিটিভি
বাংলাদেশ বনাম আফ্রিকা
২য় টেস্ট সরাসরি সম্প্রচার
৫ জুলাই থেকে শুরু হওয়া ‘বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা’ সিরিজের ২য় টেস্ট শুরু চলবে ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। এর আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে টি২০ সিরিজে হেরেছে এবং একদিনের সিরিজ জয় করেছে। সিরিজের দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ছয় বছরের সবগুলো খেলার সম্প্রচার স্বত্ব লাভ করেছে জিটিভি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-সাউথ আফ্রিকা হোম সিরিজের সবগুলো খেলা প্রচার করবে চ্যানেলটি।
সাতদিন/এমজেড