দুপুর ৩টা, ৩১ জুলাই, দেশটিভি
প্রিয়জনের গান-এ
আজগর আলীম ও নুরজাহান আলীম
প্রযোজনা: বুলবুল ইসলাম
দেশ টিভি’র নিয়মিত সংগীতানুষ্ঠান প্রিয়জনের গান-এ আসছেন আজগর আলীম ও নুরজাহান আলীম। অনুষ্ঠানটির প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয়শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজেদের গাওয়া কিছু পছন্দের গান পরিবেশন করেন। গানের পাশাপাশি মূলশিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সাথে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যায় গানের অন্তরালের নানান অজানা গল্প।
দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন অনুষ্ঠানে। তবে দর্শকরা কোন গানের অনুরোধ করতে পারেন না। তারা শুধুমাত্র আমন্ত্রিত শিল্পী বা তার গান সম্পর্কে কোন স্মৃতি থাকলে তা শেয়ার করতে পারেন। অথবা আমন্ত্রিত শিল্পী বা গান সম্পর্কে কোন তথ্য জানতে চাইলে ফোনে প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে গান অথবা শিল্পী সম্পর্কে কোন তথ্য জানাতে বা জানতে চাইলে ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করতে হবে। বুলবুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি দেশটিভিতে প্রচারিত হয় প্রতি শুক্রবার বিকাল ৩টায়।
সাতদিন/এমজেড