রাত ১০টা, ৩১ জুলাই, দেশ টিভি
আনোয়ারা সৈয়দ হকের গল্প অবলম্বনে
মায়ের কাছে ফেরা
চিত্রনাট্য ও পরিচালনা: মুনিরা মোরশেদ মুন্নী
অভিনয়: নির্ঝর, ফারহানা মিঠু, আরমান পারভেজ মুরাদ
আট বছরের টুটুলের মা নেই। স্কুল থেকে ফিরে টুটুলের দিন কাটে একাকী। ব্যস্ত বাবার সান্নিধ্য পায় খুব কম সময়। তাই বাড়ির পেছনের বিভিন্ন গাছের দেখাশোনা তার সময় কাটানোর একমাত্র উপায়। আর এভাবেই সময় কাটতে কাটতে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা তৈরি হয় টুটুলের। টুটুলের বাবার দ্বিতীয় বিয়ের সূত্র ধরে ঢাকায় বসবাস শুরু হয়। বিছিন্ন হয়ে যায় প্রকৃতির কাছ থেকে। কিন্তু নিসর্গের প্রতি ভালোবাসা বা মমত্ববোধ ধারণ করেই সে বেড়ে ওঠে। অবশেষে টুটুল ফিরে যায় প্রকৃতির কাছে। এমনই এক গল্প নিয়ে নাটক ‘মায়ের কাছে ফেরা’।
আনোয়ারা সৈয়দ হকের লেখা থেকে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনিরা মোরশেদ মুন্নী। অভিনয় করেছেন নির্ঝর, ফারহানা মিঠু, আরমান পারভেজ মুরাদ, মিলি মুনশী প্রমুখ।
সাতদিন/এমজেড