রাত ৯টা, ৬ সেপ্টেম্বর, এন টিভি

একক নাটক

খেলনা ও মানুষের গল্প

রচনা ও পরিচালনা: অলি আহমেদ
অভিনয়: আরফান নিশো, শায়না আমিন, আজিজুল হাকিম


নাটকের গল্পের নায়ক রাতুল। একটি ইভেন্টফার্মে কাজ করে। বহু কষ্ট করে চাকরিটা যোগাড় করতে হয় তার। বসের কথায় দিনকে রাত আর রাতকে দিন করাই তার কাজ। মানে বস যা চায় তাকে তাই যোগাড় করে দিতে হয়। তা না হলে চাকরি শেষ। একটা মেয়েকে ভালবাসে সে। বিয়ের ব্যাপারটাও প্রাথমিক আলোচনায় এগিয়েছে। এখন এই চাকরির ওপর নির্ভর করে ভালবাসা, বিয়ে এবং সংসার। তাই বসকে খুশি করার জন্য সে ইয়েস বস, নো বস বলার ব্যাপারে সদা প্রস্তুত। যার ফলে বসের মন খুশি করতে নানা মিথ্যার আশ্রয় নেয় এবং ধরা পড়লে নানা কৌশলে সেখান থেকে বেরও হয়ে যায় সে। একবার চাকরি বাঁচাতে গিয়ে বসের চাওয়ায় তার হবু স্ত্রীকেও তুলে দিতে হয় বসের হাতে। কিন্তু বস এবং তার হুবু স্ত্রীর অন্তরঙ্গ কথায়, আচরণে রাতুল দিন দিন বিরক্ত হয়ে উঠে। একদিন সে চাকরি ছাড়ারও সিদ্ধান্ত নেয়। তাদের সম্পর্ক যখন ভেঙ্গে যাওয়ার পর্যায় তখন বস আসে। বস তাদের বলে, স্বার্থসিদ্ধির জন্য আমরা সবাই সবাইকে নিয়ে কোন না কোনভাবে পুতুলের মতো খেলছি কিন্তু মানুষ খেলনা নয়। রাতুল বুঝতে পারে তার ভালবাসার মানুষটিও বসের সঙ্গে এক ধরনের খেলা খেলেছে। তবে সেই খেলা রাতুলকে কাছে পাওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু নয়। এক সময় বস তাদের স্বাভাবিক সম্পর্কে ফিরিয়ে আনেন।

৬ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›