সুপার-হিরো ফিল্ম
অ্যান্ট ম্যান
পরিচালনা: পেইটন রিড
অভিনয়: পল রুড, ইভাঞ্জেলিন লিলি, কোরি স্টল
চুরির দায়ে জেল খাটা স্কট ল্যাঙকে মানব জাতির জন্য এক অসম্ভব গুরুত্বপূর্ণ অভিযানের দায়িত্ব দেয়া হয়। তাকে একটি বিশেষ ধরণের পোশাক দেওয়া হয় যা গায়ে দিলে সে অসাধারণ ক্ষমতার অধিকারী হয়ে উঠে। এই পোশাক তাকে রক্ষা করে শত্রুর আক্রমণ থেকে এবং যোগান দেয় প্রয়োজনীয় অস্ত্র ও শক্তি। এটির আরেকটি বিশেষ গুণ হলো এটি পরলে আকৃতিতে হ্রাস পায় এবং অনেকটা পিঁপড়ার মতো হয়ে পড়ে। ল্যাঙের দুঃসাহসিক এই অভিযানকে ঘিরেই চলচ্চিত্র ‘অ্যান্ট ম্যান’-এর গল্প আবর্তিত হয়।
প্রদর্শনীর সূচি:
স্টার সিনেপ্লেক্স- ৬ নং হলে (স্টার প্রিমিয়াম) সকাল ১০:৫০ ও বিকাল ৪:২০
যোগাযোগ:
স্টার সিনেপ্লেক্স
ফোন ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com
সাতদিন/এমজেড