রাত ৯টা ৫০ মি, ২ আগস্ট, আর টিভি
ধ্রুপদী কাহিনী’র অতিথি নওমী
উপস্থাপনা ও পরিচালনা: শান্তা ইসলাম
আরটিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘ধ্রুপদী কাহিনী’র প্রতি পর্বে এক বা একাধিক সেলিব্রেটির মুখোমুখি হয়ে থাকেন জনপ্রিয় অভিনেত্রী শান্তা ইসলাম। কথোপকথনের মধ্য দিয়ে বেরিয়ে আসে অতিথির জীবনের নানান মজার ঘটনা ও অভিজ্ঞতা। সেই সাথে অতিথি তাঁর ভাবনা-চিন্তা দর্শকদের সাথে শেয়ার করেন। অনুষ্ঠানটি প্রতি রবিবার আর টিভিতে প্রচারিত হয়।
সাতদিন/এমজেড