রাত ৯টা ২০ মি, এসএ টিভি

রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান

শাইন অন

উপস্থাপনা: ইশিকা খান
প্রযোজনা: খন্দকার শাহাদাত হোসেন (সুজন) ও এস. কে মইনুল আহসান (রাজু)


ইশিকা খানের সঞ্চালনায় রূপচর্চা বিষয়ক বাস্তবধর্মী অনুষ্ঠান ‘শাইন অন’। এই অনুষ্ঠানের মাধ্যমে একজন সাধারন মেয়ের লুকানো সৌন্দর্য বহিঃপ্রকাশের মাধ্যমে তাকে আত্ববিশ্বাসী করে তোলা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের মাধ্যমে একটি সাধারন মেয়েকে নির্বাচন করে কয়েকটি আকর্ষনীয় ধাপের মাধ্যমে তার ভিতর ও বাহিরের সৌন্দর্য বিকশিত করে তাকে আকর্ষনীয় এবং রুচিপূর্ণ হিসাবে উপস্থাপন করা হয়।

খন্দকার শাহাদাত হোসেন (সুজন) এবং এস. কে মইনুল আহসান (রাজু) এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি সোমবার এসএ টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

সাতদিন/এমজেড

৩ আগস্ট ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›