সন্ধ্যা ৭টা ৪৫ মি, ৩ আগস্ট, দেশ টিভি
সিনেমা এক্সপ্রেস’এর অতিথি
সাফিউদ্দিন সাফি ও কেয়া
বিষয়: চলচ্চিত্র ব্ল্যাক মানি
উপস্থাপনা: আমব্রিন
প্রযোজনা: রেজওয়ানুল কবির মাসুম
চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘ফেয়ার এ্যান্ড লাভলী সিনেমা এক্সপ্রেস’। বাংলাদেশী চলচ্চিত্রের নানা খবরাখবর, সাম্প্রতিক চলচ্চিত্রের দৃশ্য ধারণ ও প্রচার, তারকাদের সাক্ষাৎকার, মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের গান, চলচ্চিত্রবোদ্ধাদের মতামত, চলচ্চিত্রের একজন তারকা অতিথির সাথে আড্ডা নিয়ে সাজানো হয় এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানের এবারের পর্বের অতিথি হিসেবে এবার উপস্থিত থাকছেন চলচ্চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি ও চিত্রনায়িকা কেয়া। সাফিউদ্দিন সাফির সদ্যনির্মিত চলচ্চিত্র ‘ব্ল্যাক মানি’তে অভিনয় করেছেন কেয়া।
আমব্রিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে। প্রযোজনা করছেন রেজওয়ানুল কবির মাসুম।
সাতদিন/এমজেড