রাত ৮টা, ৩ আগস্ট এবং
বিকাল ৩টা, ৪ আগস্ট, চ্যানেল আই
বিবিসি বাংলাদেশ সংলাপের ১২৩তম পর্বে
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গ
অতিথি: কামরুল ইসলাম, হান্নান শাহ, রুহুল আমিন গাজী ও সাদেকা হালিম
পরিচালনা: আকা রেজা গালীব
গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিবিসি বাংলাদেশ সংলাপের ১২৩তম পর্ব। এবারের পর্বে আলোচনায় উঠে এসেছে ভারতের সাথে ছিটমহল বিনিময়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নারী ও শিশু নির্যাতন, সুন্দরবনের বাঘ সংরক্ষণ ইত্যাদি বিষয়। এই পর্বে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিএনপি নেতা হান্নান শাহ, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম।
এই পর্বে দর্শকদের করা উল্লেখযোগ্য প্রশ্ন:-
১. বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে খুব বেশী সংখ্যক মানুষ দেশত্যাগ করে অন্য দেশে যেতে আগ্রহী নয়, যেমনটা হয়েছিল ১৯৪৭ সালে দেশভাগের সময়। এর কারণ কী বলে আপনারা মনে করেন?
২. নাম যাই হোক না কেন, একটি নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জন্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন করে দাবি করেছেন। নির্বাচন নিয়ে জটিলতা দূর করতে এ নিয়ে কি আলোচনা হতে পারে?
৩. বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন যখন বেড়েই চলেছে, তখন এসব অপরাধ কঠোর হস্তে দমন করার লক্ষ্যে যথেষ্ঠ পদক্ষেপ কি দেখা যাচ্ছে?
৪. সুন্দরবনে বাঘ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ কি যথেষ্ঠ চেষ্টা করছে?
সাতদিন/এমজেড