বিকাল ৪টা ৩০ মি, ৩ আগস্ট, এসএ টিভি
অন্তরে মম’র এবারের ব্যক্তিত্ব
নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক
প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজনা: জহির উদ্দিন রবিন
বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে তথ্যচিত্রের অনুষ্ঠান ‘অন্তরে মম’। অনুষ্ঠানটির এবারের পর্বের ব্যক্তিত্ব প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক।
বাংলাদেশের নাট্য জগতের অতি পরিচিত মুখ ড. ইনামুল হক। দীর্ঘদিন ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করে আসছেন তিনি। তাঁর ১৮ টি নাটক বিভিন্ন নাট্য-পত্রিকা, ম্যাগাজিন ও গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ‘নির্জন সৈকতে’, ‘গৃহবাসী’, ‘মুক্তিযুদ্ধ নাটক সমগ্র’, ‘স্ট্রিন্ডবার্গ-এর দুটো নাটক’, ‘মহাকালের গোরসওয়ার’, ‘বাংলা আমার বাংলা’ ইত্যাদি। তিনি ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন আন্দোলনমুখী নাটকে অংশগ্রহণ করেন। এই গুণী নাট্যকার, নির্দেশক ও অভিনেতা আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’র অতিথি হয়ে।
উল্লেখ্য, ড. ইনামুল হক ঢাকা বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ম্যানটেস্টার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন এবং পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর পুরো পরিবারই দেশের নাট্য জগতের সাথে সম্পৃক্ত আছে।
সাতদিন/এমজেড