সন্ধ্যা ৬টা ৪৫ মি, এন টিভি
বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান
সাইটেক ওয়াচ
উপস্থাপনা: ইবনে ওমর
পরিচালনা: গৌতম মণ্ডল
এন টিভির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান ‘সাইটেক ওয়াচ’। বিজ্ঞানের জগতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোড়ন সৃষ্টিকারী ঘটন ও নতুন নতুন আবিষ্কারকে তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের গবেষকদের সাফল্যের কথাও জানানো হয় এতে। এতে আরও উঠে আসে ভবিষ্যত-প্রযুক্তির নানা সম্ভাবনার কথা।
গৌতম মণ্ডলের পরিচালনা এবং ইবনে ওমরের উপস্থাপনায় অনুষ্ঠানটি এন টিভিতে প্রচারিত হয় প্রতি সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং পূনঃপ্রচার করা হয় পরদিন মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে।
সাতদিন/এমজেড