বিকাল ৫টা ৩০ মি, ৪ আগস্ট, এসএ টিভি
বেলাশেষে’র অতিথি
নির্মাতা বাশার জর্জিস
প্রযোজনা: কাজী চপল
এসএ টেলিভিশনের নিয়মিত আড্ডার আসর ‘বেলাশেষে’। আনুষ্ঠানটির প্রতি পর্বে একজন সফল ও কীর্তিমান ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। আড্ডা আর আলোচনায় উঠে আসে অতিথির জীবনের নানা গল্প। সেই সাথে জানা যায় অতিথির বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড