রাত ৮টা, ৪ আগস্ট এবং

সকাল ৮টা ১৫ মি ও বিকাল ৪টা, ৫ আগস্ট, বৈশাখী টিভি

শুধুই আড্ডার অতিথি

চিত্রনায়ক ইমন

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: আজমেরী হক বাঁধন


বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন সেলিব্রেটির সাথে আড্ডা আর গল্পে মেতে উঠেন উপস্থাপিকা। আনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি চিত্রনায়ক ইমন।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানটি বৈশাখী টেলভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি মঙ্গলবার রাত ৮টায়। অনুষ্ঠানটি পূনঃপ্রচার করা হয় পরদিন বুধবার সকাল ৮টা ১৫ মিনিট এবং বিকাল ৪টায়। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন আজমেরী হক বাঁধন।

সাতদিন/এমজেড

৪ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›