সন্ধ্যা ৬টা ৫ মি, ৪ আগস্ট, একুশে টিভি
দেশজুড়ে সংলাপ-এর বিষয়
রবীন্দ্র ভাবনায় নারী ও নারীর অধিকার
অতিথি: ড. বিশ্বজিৎ ঘোষ ও সাগরিকা জামালী
প্রযোজক : মাসুমা লিসা
সঞ্চালক : জামিল আহমেদ
একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ‘দেশজুড়ে সংলাপ’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত থাকেন বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির এবারের পর্বের আলোচনার বিষয় ‘রবীন্দ্র ভাবনায় নারী ও নারীর অধিকার’। আলোচনায় অংশ নিতে আজ স্টুডিওতে উপস্থিত থাকছেন ড. বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যায়ল এবং সাগরিকা জামালী, সঙ্গীতশিল্পী ও শিক্ষক,শান্তামরিয়ম বিশ্ববিদ্যালয় এবং বাফা।
সাতদিন/এমজেড