বিকাল ৩টা, জিটিভি
সংগীতানুষ্ঠান: গানোফোন
উপস্থাপনা: এ্যানি খান
জিটিভির ফোনো লাইভ স্টুডিও কনসার্ট গানোফোন। অনুষ্ঠানের প্রতি পর্বে আমন্ত্রিত হয়ে আসেন দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। দর্শকরা টেলিফোনের পাশাপাশি এসএমএস ও ফেইসবুকের মাধ্যমেও গানের অনুরোধ পাঠাতে পারবেন অতিথির কাছে। অনুরোধের গান ও আমন্ত্রিত শিল্পীর নিজের পছন্দের শিল্পীর গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়। সরাসরি গান ও আড্ডায় দেশের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে নিয়ে দর্শকদের মাতাবেন জনপ্রিয় মডেল ও টিভি উপস্থাপক এ্যানি।
সাতদিন/এমজেড