রাত ৮ টা, জিটিভি
সেলিব্রেটি আড্ডা
অপি’স গ্লোয়িং চেয়ার
উপস্থাপনা: অপি করিম
প্রযোজনা: শাহরিয়ার শাকিল
জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের উপস্থাপনায় জিটিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টক শো “অপি’স গ্লোয়িং চেয়ার”। অনুষ্ঠানটির প্রতি পর্বে আমন্ত্রিত হয়ে আসেন একজন তারকা অতিথি। অতিথির প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেন অপি করিম।
উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে অপি বলেন-‘অনেকদিন পর আবারও কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করলাম। মূলত অনুষ্ঠানের বিষয়বস্তুই এই কাজটি করতে আমাকে আগ্রহী করেছে। আশা করি প্রিয় তারকাদের নিয়ে নির্মিত এই আয়োজনটি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।’
সাতদিন/এমজেড