বিকাল ৪টা ৫মি ও সন্ধ্যা ৬ টা ৩০ মি, জিটিভি
বিশ্বখ্যাত বাঙালীদের নিয়ে তথ্যচিত্র
বাঙালী বিশ্বময়
উপস্থাপনা: রোকেয়া প্রাচী
প্রযোজনা: বিংকু মুখার্জি
বিশ্ববিখ্যাত গুণীজনদের মাঝে আমরা গর্ব করে যেসব কালপুরুষ, প্রিয়মুখ ও জনপ্রিয় মুখগুলোর নাম হরহামেশাই উচ্চারণ বা বন্দনা করি তাদের অনেকেই এ সোনার বাংলাদেশে জন্মেছেন। এ বাংলাদেশেই তাদের পৈতৃক ভিটেমাটি। এরকম বেশ কিছু ব্যক্তিত্বের জানা-অজানা বর্ণাঢ্য জীবন নিয়েই অনুষ্ঠান ‘বাঙালি বিশ্বময়'।
বাঙালি বিশ্বময়’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। রোকেয়া প্রাচী’র উপস্থাপনায় অনুষ্ঠানটি গাজি টিভিতে প্রচারিত হয়।
সাতদিন/এমজেড