বিকাল ৩টা ৫ মি, চ্যানেল আই
রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে
টেলিছবি: নিশীথে
পরিচালনা: সতীর্থ রহমান
অভিনয়: ছন্দা, শাহেদ, মুন
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে সামনে রেখে চ্যানেল আই-এর বিশেষ আয়োজন টেলিফিল্ম ‘নিশীথে’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে টেলিছবিটি পরিচালনা করেছেন সতীর্থ রহমান। এতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শাহেদ শরীফ খান, মুন, আবদুল্লাহ রানা,ডা. এজাজুল প্রমুখ।
সাতদিন/এমজেড