সকাল ৬টা ৩০ মি, মাছরাঙা টিভি
বৈঠকী গানের আয়োজন
এ লগন গান শোনাবার
প্রযোজনা: এস এম হুমায়ুন কবির
মাছরাঙা টেলিভিশনে নিয়মিত প্রচারিত ‘এ লগন গান শোনাবার’ অনুষ্ঠানে লোকগান, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতিসহ বিভিন্ন ধারার গান পরিবেশন করেন দেশের খ্যাতিমান শিল্পীরা। এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রতিদিন প্রচারিত হয়।
সাতদিন/এমজেড