রাত ১১ টা ৩০ মি, এনটিভি
সংগীত বিষয়ক অনুষ্ঠান
মিউজিক জ্যাম
উপস্থাপনা: তাহা চৌধুরী
প্রযোজনা: শুভ্র ওয়াহিদুল
সংগীত জগতের খবরাখবর, আড্ডা এবং গান নিয়ে সাজানো হয়ে থাকে এন টিভির নিয়মিত আয়োজন ‘মিউজিক জ্যাম’। অনুষ্ঠানটির শুরুতে জানিয়ে দেওয়া সংগীত জগতের নানান খবর। নতুন কোন অ্যালবাম প্রকাশিত হলে সেই শিল্পীর সংক্ষিপ্ত সাক্ষাৎকারও প্রচার করা হয়। এ ছাড়া প্রতি পর্বে থাকেন একজন হট সিটের অতিথি। অতিথি শিল্পী আড্ডার ফাঁকে ফাঁকে গান শুনিয়ে থাকেন।
সাতদিন/এমজেড