সন্ধ্যা ৬টা ৩০ মি, ৫ আগস্ট, একুশে টিভি

তথ্যচিত্রের অনুষ্ঠান

ওয়ার্ল্ড স্টোরিস

এবারের প্রতিবেদনে: ইরাক, তুরস্ক, মেক্সিকো, বুলগেরিয়া
প্রযোজক: সাখাওয়াৎ লিটন
উপস্থাপনা: রাজিব জামান


‘ওয়ার্ল্ড স্টোরিস’ একটি পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ম্যাগাজিন। এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্তের আকর্ষণীয় বিভিন্ন বিষয় দর্শকদের সামনে নিয়ে আসে। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।

ইরাক অপরিশোধিত তেল উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। কিন্তু বিশ্বব্যাঙ্কের হিসেবে ইরাকে এখনও ২৩ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে। ইউএনটিভির প্রতিবেদক মেরি ফেরেইরা এমন একটি উদ্যোগের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যা তাদের জীবনমানের পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে।

অর্থনৈতিক উন্নয়ন এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তুরস্কের বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়ছে। ফলে কর্তৃপক্ষ পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎসে বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা করছেন। তুরষ্ক থেকে উলফ গ্যাং বার্নাট জানাচ্ছেন বিস্তারিত।

প্রতিবছর মেক্সিকো সিটিতে সাংস্কৃতিক বন্ধুত্বের একটি উৎসব পালন করা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষা, জাতি এবং সংস্কৃতির মানুষ এখানে অংশগ্রহণ করেক্যাপিটাল ২১-টিভি’র প্রতিবেদক জর্জ বারাজাস জানাচ্ছেন আন্তর্জাতিক বৈচিত্র্যের সে বর্ণিল উৎসব সম্পর্কে।

পাঁচশ বছর আগে বুলগেরিয়া ওটোম্যান সা¤্রাজ্যের শাসনাধীন ছিল এবং এই শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বহুবার বিদ্রোহ করেছিলো। এর মধ্যে এপ্রিল বিদ্রোহের কথা বিশেষ ভাবে উল্লেখ করা প্রয়োজন। তৃণমূল পর্যায়ে সংঘটিত এই বিদ্রোহ নতুন বুলগেরিয়া তৈরিতে ভূমিকা রেখেছিলো। নোভা টিভি’র প্রতিবেদক ব্লাগোই বেক্রিভ জানাচ্ছেন বিস্তারিত।

সাতদিন/এমজেড

৫ আগস্ট ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›