সকাল ৬টা ৩০ মি, ৬ আগস্ট, এসএ টিভি
রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান
সীমার মাঝে অসীম তুমি
অংশগ্রহণে: অনিমা রায়, আগুন, ফাহমিদা নবী, টিপু
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসএ টেলিভিশনে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘সীমার মাঝে অসীম তুমি’। এ অনুষ্ঠানে অংশ নিয়ে সংগীত পরিবেশন করছেন অনিমা রায়, ফাহমিদা নবী এবং টিপু। অনিমা রায় রবীন্দ্রসংগীতের শিল্পী হলেও অপর দুজন মূলত আধুনিক গানের শিল্পী। তাঁদের কন্ঠে দর্শক-শ্রোতারা এবার শুনতে পাবেন রবীন্দ্রনাথের গান।
সাতদিন/এমজেড